বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৮:১১

জাপানের প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত

জাপানের প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ কারণে তাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সফর বাতিল করতে হয়েছে। খবর আলজাজিরার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব নরিজুকি শিকাতা জানিয়েছেন, গত শনিবার হালকা জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে যান কিশিদা। এরপর পিসিআর টেস্টে তার করোনা পজিটিভ আসে।

প্রধানন্ত্রী কিশিদা তার নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন বলে শনিবার সংবাদ সংস্থা এপি'কে জানিয়েছেন শিকিতা।

গত সপ্তাহের ছুটি কাটিয়ে সোমবার কাজে ফেরার কথা ছিল ৬৫ বছর বয়সী প্রধানমন্ত্রীর।

এই মাসের শেষের দিকে তিউনিশিয়ায় আফ্রিকার উন্নয়ন বিষয়ক সম্মেলনে যেতে পারছেন না কিশিদা। তবে তিনি অনলাইনের মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর স্থগিত করেছেন।

জাপানের অধিকাংশ জনগণ ভ্যাকসিনের আওতায় এসেছেন। এরপরও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়