প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৭:৪৪
আগাম জামিন পেলেন ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী বৃহস্পতিবার পরযন্ত আগাম দিয়েছেন ইসলামাবাদের হাইকোর্ট। পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার ইমরান হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। খবর ডনের।
রাষ্ট্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন অভিযোগ তুলে রবিবার তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
আজ সোমবার সকালে ইমরানের আইনজীবী বাবর আওয়ান ও ফয়সাল চৌধুরী ইসলামাবাদের হাইকোর্টে তার পক্ষে গ্রেপ্তার-পূর্ব জামিন চেয়ে একটি পিটিশন দায়ের করেন।
বিচারপতি মহসিন আখতার কায়ানী ও বিচারপতি বাবর সাত্তার সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ আবেদনটি গ্রহণ করেন এবং রেজিস্ট্রার অফিসের আপত্তির বিষয়ে জানতে চান।
উল্লেখ্য, উসকানি দেয়ার অভিযোগে ইমরান খানের এক সহযোগীকে আটক করা হয়েছিল। তাকে আটক করার কারণে শনিবার একটি জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান এবং একজন নারী বিচারকের নিন্দা করেন ইমরান খান।
রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন অভিযোগ করে পুলিশ তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়।