বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১১:১৯

ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা

ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এ নিষেধাজ্ঞা জারি করে।

দেশটির রাজধানী ইসলামাবাদে দেওয়া এক ভাষণে পুলিশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনার পর ইমরান খানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

পিইএমআরএ এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের বক্তব্য ভিত্তিহীন। তার বক্তব্য সংবিধানের ১৯ ধারার লঙ্ঘন। ইমরান খানের রেকর্ডকৃত ভাষণ সম্পাদকীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করে সম্প্রচার করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের জুনে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকেই দলকে উজ্জীবিত রাখতে নিয়মিত সভা-সমাবেশ করছে তার দল পিটিআই। লাগাতার সরকারবিরোধী কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়