মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০৮:২৪

তুরস্কে উদ্ধারকারীদের ওপর ওঠে গেল বাস, নিহত ১৬

তুরস্কে উদ্ধারকারীদের ওপর ওঠে গেল বাস, নিহত ১৬
অনলাইন ডেস্ক

তুরস্কের গাজিয়ানতেপ মহাসড়কে গতকাল দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস৷ সেই বাসটি উদ্ধার করতে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন উদ্ধারকারীরা। দুর্ঘটনা নিয়ে রিপোর্ট করতে সেখানে উপস্থিত হন সাংবাদিকরাও।

আর এমন সময় সেই উদ্ধারকারী ও সাংবাদিকদের ওপর ওঠে যায় আরেকটি বাস৷ এতে প্রাণ হারান ১৬ জন। খবর রয়টার্সের।

আঞ্চলিক গভর্নর দেভুত গুল জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন তিনজন ফায়ার ফাইটার, চারজন জরুরি স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় একটি গণমাধ্যমের দুইজন কর্মী।

দুর্ঘটনার ব্যাপারে গভর্নর দেভুত গুল বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাস এখানে দুর্ঘটনার স্বীকার হয়৷ উদ্ধারকারী, স্বাস্থকর্মী এবং অন্যন্যরা উদ্ধার কাজে অংশ নেয়৷ এর ২০০ মিটার দূরে আরেকটি বাস দুর্ঘটনায় পতিত হয়৷ এবং আগের দুর্ঘটনা স্থলে ছিটকে আসে। এতে সেখানে উপস্থিত থাকা উদ্ধারকারীরা আহত হন।

পরবর্তীতে আহতদের মধ্যে অনেকের মৃত্যু হয়৷

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়