বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০৯:২১

সাগরে ভাসমান ভারতের ১৩ জেলেকে উদ্ধার করলেন বাংলাদেশের জেলেরা

সাগরে ভাসমান ভারতের ১৩ জেলেকে উদ্ধার করলেন বাংলাদেশের জেলেরা
অনলাইন ডেস্ক

৮ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ভারতীয় ১৩ জেলেকে উদ্ধার করেছে একটি বাংলাদেশি ট্রলার। এ ঘটনায় আরও ৫ জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছ ধরে ফিরছিল এফ বি সত্যনারায়ণ নামের ট্রলারটি। ফেরার পথে সেটি ডুবে যায় ভারতের কেঁদো দ্বীপের কাছে। এরপরই ট্রলারে ১৮ জেলে ভাসতে থাকেন সমুদ্রে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বাংলাদেশি ট্রলার কাছাকাছি থাকা ১৩ জেলেকে উদ্ধার করলেও বাকি পাঁচজনের খোঁজ এখনো মেলেনি। পরে ভারতীয় ট্রলারগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ১৩ জনকে নিয়ে কাকদ্বীপে ফেরে।

দক্ষিণ ২৪ পরগণার জেলা প্রশাসন বাকিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়