প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ০৯:২০
করোনায় আরও ১ হাজার ৯৬৯ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৭ লাখ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান এক হাজার ৭৮১ জন। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু কমেছে। আলোচ্য সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৩ হাজার ৭৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৫০৩ জন।
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৬৯ হাজার ১৮৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৬০৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭৪৪ জন।
শনিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এসময়ে মারা গেছেন ৩২৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৩০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫১৫ জন।
এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৬১ হাজার ২৫২ জন। দেশটিতে এ সময়ে করোনায় ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন ৩৬ হাজার ২৩৪ জন। এছাড়া মোট শনাক্ত হয়েছে এক কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৫৩ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২০ হাজার ২৩৬ জন। এ সময়ে করোনায় মারা গেছেন ৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হলো তিন কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৯২২ জন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০১ জন।
তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৮১ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হলো তিন কোটি ৪২ লাখ ৬৪ হাজার ২৩৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮২ হাজার ৪৫৭ জন।
প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১৮ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হলেন মোট ৪ কোটি ৪৩ লাখ ২৫ হাজার ১৩৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২৫৩ জন।
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৮ হাজার ৭৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ সময়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের।
এছাড়া ইতালিতে একদিনে ১২৪ জন, অস্ট্রেলিয়ায় ৭২ জন, ফ্রান্সে ৭৪ জন, রাশিয়ায় ৬৫ জন, স্পেনে ৭৪ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৭৬ জন।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জনে। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।