বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ১৬:৫৫

দক্ষিণের আর্থিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

দক্ষিণের আর্থিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার
অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র ত্যাগের শর্তে উত্তর কোরিয়ার অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করার প্রস্তাব করেছিলো দক্ষিণ কোরিয়া। কিন্তু সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।

শুক্রবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ক্ষমতাগ্রহণের শততম দিনে গত বুধবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োল এক ‘সাহসী পরিকল্পনা’ ঘোষণা করেন। এই পরিকল্পনায় বলা হয় পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ত্যাগ শুরু করলে ধাপে ধাপে আর্থিক সহযোগিতা দেবে সিউল।

এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সম্মান পরমাণু অস্ত্রের জন্য অর্থনৈতিক সহযোগিতা বিনিময় করার পরিকল্পনাকে ইয়োনের মহান স্বপ্ন, আশা এবং পরিকল্পনা বলে মনে করায় আমরা বুঝতে পেরেছি তিনি সত্যিই সহজ এবং এখনও শিশুসুলভ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ-তে প্রচারিত বিবৃতিতে তিনি বলেন, ভুট্টার পিঠার জন্য কেউ ভাগ্য ত্যাগ করে না।

বিশেষজ্ঞরা বলছেন, ইয়োনের অর্থনৈতিক পরিকল্পনা প্রস্তাবটি আগেও দক্ষিণ কোরিয়ার কয়েকজন প্রেসিডেন্ট দিয়েছেন। যার মধ্যে ২০১৮ ও ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সময়ও এই প্রস্তাব দেওয়া হয়েছিল। পিয়ংইয়ং ওই সময়ও সেটি প্রত্যাখ্যান করেছিল।

থিংক ট্যাংক প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো স্কট স্নাইডার বলেন, ইয়োনের উদ্যোগ উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সুবিধা দিতে দক্ষিণ কোরিয়ার ব্যর্থ প্রস্তাবগুলোর তালিকায় নতুন সংযোজন… পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করার ব্যর্থ প্রচেষ্টার পেছনেও এই একই অনুমান ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়