বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ১৩:৩৩

মাঙ্কিপক্স ভ্যাকসিন শতভাগ কার্যকর নয় : ডাব্লিউএইচও

মাঙ্কিপক্স ভ্যাকসিন শতভাগ কার্যকর নয় : ডাব্লিউএইচও
অনলাইন ডেস্ক

মাঙ্কপক্সের বিরুদ্ধে ভ্যাকসিন শতভাগ কার্যকর নয় এবং লোকজনকে অবশ্যই নিজেদের সংক্রমণের ঝুঁকি কমাতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) টেকনিক্যাল প্রধান রোসামুন্ড লুইস বুধবার এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার জন। ইতিমধ্যে ৯২টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস এবং সংক্রমিত ১২ জনের মৃত্যু হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে লুইস বলেন, মাঙ্কিপক্স প্রতিরোধে ভ্যাকসিন শতভাগ কার্যকর নয়।

তিনি বলেন, আমাদের কাছে সঠিক তথ্য নেই। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ভ্যাকসিন কোনো সিলভার বুলেট নয়। প্রত্যেক ব্যক্তি যারা মনে করেন ঝুঁকিতে রয়েছেন। ঝুঁকির মাত্রা মূল্যায়ন করে নিজেদের হস্তক্ষেপে ঝুঁকি কমানোর অনেক পথ রয়েছে; সেখানে ভ্যাকসিনের সহজলভ্যতা রয়েছে। কিন্তু যেখানে তারা ঝুঁকিতে থাকতে পারে সেখানে সুরক্ষার ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, গত সপ্তাহে প্রায় ৭ হাজার ৫০০ জন রোগী শনাক্ত হয়েছিল; যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশের বেশি।

ডব্লিউএইচও প্রধান আরও জানিয়েছেন যে, শনাক্ত রোগীদের অধিকাংশই ইউরোপ ও আমেরিকার পুরুষ। যারা অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়