মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ১০:২৫

মদ পান থেকে দূরে থাকার উপায় বললেন পুতিন

মদ পান থেকে দূরে থাকার উপায় বললেন পুতিন
অনলাইন ডেস্ক

স্বাস্থ্যকর জীবনযাপন, খেলাধুলা-শরীর চর্চা, ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ততা নিয়মিত মদপানের অভ্যাস থেকে মানুষকে বের করে আনতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি রাশিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ ভ্লাদিমিরের গভর্নর আলেক্সান্দার অ্যাভদিভের সঙ্গে ভিডিও বৈঠক তিনি এসব কথা বলেন। খবর আরটির।

প্রতিবেদেন বলা হয়েছে, রাশিয়ার এ প্রদেশটিতে সম্প্রতি মদপানের হার ব্যাপকভাবে বেড়েছে। এমনকি পুরো রাশিয়ায় বছরে যে পরিমাণ অ্যালকোহল গ্রহণ করা হয়, ভ্লাদিমিরের অধিবাসীরা তারচেয়েও বেশি অ্যাকোহল পান করে বলে দেখা গেছে সাম্প্রতিক সমীক্ষা।

বৈঠকে এ সমস্যা থেকে উত্তরণে পুতিনের পরামর্শ চান গভর্নর। জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনি মদ নিষিদ্ধ করতে পারবেন না; আবার হুট করে করারোপ করে মদের দাম বাড়িয়ে দিলেও লাভ হবে না। আবার জনগণ মদপান করে এবং তারা তা করবেই— এমন নীতি নেওয়াও ভুল হবে।’

তিনি বলেন, ‘কিন্তু এসব সত্ত্বেও আমি মনে করি— জনগণকে মদপানের অভ্যাস থেকে বিরত রাখার উপায় আছে। সাধারণত কিছু নীতি গ্রহণ করলেই তা সম্ভব।’

পুতিন বলেন, ‘এ ক্ষেত্রে সাধারণ জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে আগ্রহী করে তোলা হতে পারে প্রথম পদক্ষেপ। পাশপাশি লোকজন যেন খেলাধুলা ও শরীর চর্চা করতে পারে। সে জন্য অবকাঠমোসহ অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়াতে হবে।’

পুতিন মনে করেন, বিশ্বের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ জাগিয়ে তোলাও কার্যকর হতে পারে এ ক্ষেত্রে। সাধারণ লোকজনের মধ্যে ভ্রমণের প্রতি আগ্রহ বৃদ্ধির পদক্ষেপ নিন; সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেন আরও অধিকসংখ্যক মানুষ যুক্ত হতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করতে পারেন।’

রাশিয়ায় অতিমাত্রায় মদপানের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় রুশদের গড় আয়ু কম হওয়ার প্রধান কারণও এটি। এমনিতেই দেশটিতে প্রচুর মদ উৎপাদিত হয়, তার ওপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মদ রপ্তানিও হয় সেখানে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়