বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ০০:১৬

এশিয়া-আফ্রিকার বন্ধুদের অস্ত্র দিতে চান পুতিন

এশিয়া-আফ্রিকার বন্ধুদের অস্ত্র দিতে চান পুতিন
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, রাশিয়া তার এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বন্ধুদের মূল্যায়ন করে। এ বন্ধু দেশগুলোকে আধুনিক অস্ত্র দিতেও প্রস্তুত আছে রাশিয়া। খবর রয়টার্সের।

সম্প্রতি মস্কোর অদূরে ‘আর্মি ২০২২’ নামে একটি অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন পুতিন। সেখানেই বলেন রাশিয়ার বন্ধু দেশগুলোর কাছে নিজেদের প্রযুক্তিও আদান-প্রদান করতে চায় রাশিয়া।

এ ব্যাপারে পুতিন বলেন, আমরা আমাদের মিত্রদের কাছে সর্বাধুনিক অস্ত্র, ছোট থেকে বড় সেনা যান, কামান থেকে শুরু করে যুদ্ধবিমান এবং ড্রোন দিতে প্রস্তুত আছি।

এগুলোর সবগুলো সত্যিকারের যুদ্ধে একবারের বেশি ব্যবহার করা হয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে আগ্রহ প্রকাশ করার একদিন পরই পুতিন ঘোষণা দিলেন এশিয়ায় নিজেদের মিত্রদের অস্ত্র দিতে প্রস্তুত আছে রাশিয়া।

তবে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিকক্ষেত্রে নিজেদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এমনকি অনেক জায়গায় ব্যর্থ হয়েছে তারা। ফলে রাশিয়ার অস্ত্র কেনার ক্ষেত্রে অনেক দেশ আগ্রহ হারিয়ে ফেলেছে।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়