বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ০৭:২৩

অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে গোলাগুলি

অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে গোলাগুলি
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

টার্মিনালের প্রবেশ পথে স্থানীয় সময় রোববার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিতে গ্রেফতার করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারী প্রায় পাঁচটি গুলি চালিয়েছে। পরে টার্মিনালের কাঁচের জানালায় বুলেটের ছিদ্র দেখা গেছে।

গোলাগুলি শুরুর পরপরই ওই ব্যক্তিতে আটক করে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে কেন তিনি গুলি করেছিলেন তা স্পষ্ট নয়।

সতর্কতা হিসেবে বিমানবন্দরটি খালি করে দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়