বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৭:০১

ইউক্রেনের দক্ষিণে সেনাদের সংগঠিত করছে রাশিয়া : ব্রিটিশ গোয়েন্দা

ইউক্রেনের দক্ষিণে সেনাদের সংগঠিত করছে রাশিয়া : ব্রিটিশ গোয়েন্দা
অনলাইন ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করতে নিজেদের ইউনিটগুলোকে সংগঠিত করছে রাশিয়া। এমনটাই দাবি করছে ব্রিটেনের সামরিক গোয়েন্দারা।

ব্রিটিশ গোয়েন্দাদের সবশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেন স্ব-ঘোষিত রুশ সমর্থিত বাহিনী ডনেস্ক শহরের উত্তরে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টুইটারে নিয়মিত গোয়েন্দা বুলেটিনে জানিয়েছে, ডনেস্ক বিমানবন্দরের কাছে অবস্থিত পিস্কি গ্রামে তীব্র লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার পর ডনেস্ক দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শনিবার (১৩ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এবার ডনেস্কের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ যোদ্ধারা। যদিও তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তাদের দাবি, এলাকাটি ঘিরে প্রবল লড়াই অব্যাহত রয়েছে উভয়পক্ষের বাহিনীর মধ্যে।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়