বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৬:৫৬

ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হলো রুশ পর্যটকদের

ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হলো রুশ পর্যটকদের
অনলাইন ডেস্ক

নরডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ডে ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে স্বাগত জানানো হয়েছে রুশ পর্যটকদের। দেশটির পূর্বাঞ্চলীয় ইমাত্রা শহরের একটি সেতুতে এ ঘটনা ঘটেছে। এই সেতু থেকে দেশটির অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক আকর্ষণ ইমট্রাঙ্কোস্কি র‌্যাপিড দেখা যায়। ফলে এটি দেখতে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নদীর প্রায় শতাব্দী প্রাচীন বাঁধটি খুলে দেওয়া হয় এবং ফিনিশ সুরকার জিন সিবেলিয়াসের সংগীতের শব্দে সেতুর নিচে পানি প্রবাহিত হয়। রুশ পর্যটকদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়।

এ বছরের জুলাইয়ের শেষ দিক থেকে সেখানকার নিয়মিত রুটিনে পরিবর্তন আসে। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে ইউক্রেনের জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠান শুরুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যদের সঙ্গে ইমাত্রায় ঘুরতে এসেছেন ৪৪ বছরের মার্ক কোসিখ। তিনি বলেন, এটি রুশ নাগরিকদের জন্য একটি বাজে ব্যাপার, যারা ফিনল্যান্ডকে ভালোবাসে। তবে ফিনল্যান্ড সরকারের বাস্তবতা আমরা অনুধাবন করতে পারছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়