প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৬:৪৮
ক্যানবেরা বিমানবন্দরে গুলি, বন্দুকধারী গ্রেফতার
অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিমানবন্দরে গুলিবর্ষণের দায়ে এক বন্দুকধারীকে গ্রেফতারের পর কাস্টডিতে নিয়েছে পুলিশ। টার্মিনালের ভেতরে গুলির পর বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। গুলিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কয়েক ঘণ্টা বিমানবন্দর যাত্রীদের খুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এক ব্যক্তি বিমানবন্দরে গুলিবর্ষণ করেন। তার ছোড়া পাঁচটি গুলিতে বিমানবন্দরের জানালায় গর্ত তৈরি হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, চেক-ইন এলাকায় উপরের দিকে গুলি করেন ওই ব্যক্তি।
এসিটি জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। যে অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে তা উদ্ধার করা গেছে। কেউ আহত হয়নি।
বিমানবন্দরে গুলির পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়। কিছু এলাকা লকডাউন করা হয়। অন্য এলাকার মানুষদের সরিয়ে নেওয়া হয়েছিল। বিমান চলাচল ছিল বন্ধ।
স্থানীয় সময় বিকাল ৫টার পর বিমানবন্দর পুনরায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। তবে ক্যানবেরা থেকে বিমান চলাচল এখনও শুরু হয়নি।