প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০৮:৩৬
রাশিয়ার সেসব সেনাদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার বলেছেন, রাশিয়ার যেসব সেনা জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দখল করেছে সেসব সেনাদের টার্গেট করছে ইউক্রেনের সেনারা।
জেলেনস্কি হুমকি দিয়েছেন, প্ল্যান্ট দখল করা সব সেনাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।
এ ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্রত্যেক রুশ সেনা যারা প্ল্যান্টে গুলি করছে, অথবা প্ল্যান্টকে ঘাঁটি বানিয়ে গুলি করছে, অবশ্যই মনে রাখুন, সে আমাদের গোয়েন্দাদের বিশেষ লক্ষ্যে পরিণত হবে, আমাদের সেনাদের, আমাদের বিশেষ বাহিনীর লক্ষ্যে পরিণত হবে।
এদিকে গত কয়েকদিন ধরে জাপোরিঝিয়া প্ল্যান্টে গোলাবর্ষনের ঘটনা ঘটেছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেন এই হামলাগুলো চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে রুশ সেনারাই ইচ্ছে করে প্ল্যান্টে হামলা চালাচ্ছে।
সূত্র: আল জাজিরা