প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৬:৫৫
ইউক্রেন ছাড়ল শস্যবাহী আরও দুই জাহাজ
অনলাইন ডেস্ক
ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর থেকে শনিবার আরও দুটি শস্যবাহী জাহাজ ছেড়েছে। তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তির মাধ্যমে এই নিয়ে মোট ১৬টি জাহাজ ইউক্রেন ছেড়েছে। খবর আরব নিউজের।
বার্বাডোজের পতাকাবাহী ফুলমার এস ১২ হাজার টন ভুট্টা নিয়ে তুর্কিয়ের দক্ষিণাঞ্চল ইস্কেনডেরুন অঞ্চলের উদ্দেশ্যে ইউক্রেনের চরনোমর্স্ক বন্দর ত্যাগ করেছে।
মার্শাল দ্বীপের পতাকাবাহী থো ৩ হাজার টন সূর্যমুখী বীজ নিয়ে একই বন্দর থেকে তুর্কিয়ের টেকিরদাগের উদ্দেশ্যে রওনা দেয়।
এক বিবৃতিতে তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শস্য কেনার জন্য শনিবার তুর্কিয়ে থেকে আরেকটি জাহাজ ইউক্রেনে যাবে।