বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ০৯:১২

জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন

জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে কমেছে জ্বালানি তেলের খুচরা মূল্য। চলতি বছরের মার্চ মাসের পর এই প্রথম খুচরা বাজারে প্রতি গ্যালন জ্বালানি তেল চার মার্কিন ডলারের নিচে নেমেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

জ্বালানি তেলের দাম কমায় বিশ্বের সবচেয়ে বড় জ্বালানির ভোক্তা দেশটির চালকরা কিছুরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১১ আগস্টে আনলেডেড জ্বালানি তেলের দাম গ্যালনপ্রতি গড়ে ৩.৯৯০ মার্কিন ডলারে নেমেছে।

পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো চার মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসের উচ্চ মূল্য নিয়ে হিমশিম খাচ্ছেন, এটা তাদের জন্য সুসংবাদ বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের আগস্টের মাঝামাঝি করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার সময় প্রথম দফায় তেলের দাম বাড়ে। পরে চলতি বছর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে ফের বেড়ে যায় জ্বালানি তেলের দাম।

তবে সম্প্রতি বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় তেলের দাম কমেছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম চলতি বছরের জুনে প্রতি ব্যারেল ১২০ ডলার থেকে ৯০ ডলারের কাছাকাছি নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়