বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১০:৫১

রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া

রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া
অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক ইগর কোরোচেঙ্কো রাশিয়ান চ্যানেল ওয়ানকে বলেছেন, এক লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে কোরোটচেঙ্কোকে বলেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার-ব্যাটারি দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো।

তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে, তা হলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত।

তবে উত্তর কোরিয়া কীভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

নিউইয়র্কভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনস অনুসারে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম। প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা রয়েছে দেশটির। এ ছাড়া সংরক্ষিত সেনা হিসাবে রয়েছে আরও ছয় লাখ।

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

রাশিয়ান সূত্রের বরাত দিয়ে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়া যুদ্ধে জিতলে কিম জং উন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে এক হাজারেরও বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়