বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০৮:১৩

এ বছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখলের লক্ষ্য ইউক্রেনের

এ বছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখলের লক্ষ্য ইউক্রেনের
অনলাইন ডেস্ক

ইউক্রেনের একজন সিনিয়র কমান্ডার জানিয়েছেন, এ বছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখলের লক্ষ্য ঠিক করেছেন তারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার ঠিক পর পরই কোনো ধরনের বাধা ও রক্তপাত ছাড়া কৃষ্ণ সাগরীয় অঞ্চল খেরসন দখল করে রুশ সেনারা।

খেরসন পুনর্দখলের ব্যাপারে গণমাধ্যম আরবিসি ইউক্রেনকে সিনিয়র সামরিক কর্মকর্তা মেজর জেনারেল দিমিত্রো মারচেনকো বলেছেন, দুর্ভাগ্যবশত আমি আপনাকে নির্দিষ্ট সময় বলতে পারব না। কিন্তু খেরসনের জনগণকে আমি জানাতে চাই, এটি (খেরসনকে স্বাধীন করা) এত সময় নেবে না, যতটা সবাই ভাবছেন। এটি দ্রুত হবে।

এরপর তাকে জিজ্ঞেস করা হয় এ বছর শেষ হওয়ার আগে খেরসন পুনর্দখল করার লক্ষ্য আছে কিনা তাদের। এ প্রশ্নের জবাবে মেজর জেনারেল দিমিত্রো মারচেনকো বলেছেন, ১০০ ভাগ।

তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো খেরসনকে রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করা এবং যুদ্ধের সক্রিয় পর্যায় শেষ করা।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের শেষ হওয়ার আগেই খেরসন পুনর্দখল করা হবে।

খেরসন ছাড়াও ক্রিমিয়া, লুহানেস্ক ও দোনেৎস্কও রুশ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন এই মেজর জেনারেল।

সূত্র: সিএনএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়