প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০৮:০৬
‘শেষ ইউক্রেনীয় জীবিত থাকা পর্যন্ত ন্যাটো লড়াই করবে’
রাশিয়ার প্রেসিডেন্সিয়াল স্টাফের ডেপুটি ফার্স্ট চিফ সের্গেই কিরিয়েঙ্কো বলেছেন, শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত ইউক্রেনে লড়াই চালিয়ে যাবে ন্যাটো।
রাশিয়ার এ উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের নেতারা তাদের দেশ, তাদের অঞ্চল, তাদের মানুষদের যুদ্ধে ব্যবহার করতে দিয়েছে।
তিনি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেন একটি যুদ্ধ করতে পারে সেজন্য ইউক্রেন তাদের অঞ্চল ও তাদের মানুষদের পশ্চিমাদের দিয়েছে। অবশ্যেই ন্যাটো আগ্রহের সাথে, কোনো অনুশোচনা ছাড়া শেষ ইউক্রনীয় জীবিত থাকা পর্যন্ত লড়াই করবে।
রাশিয়ার তরুণ রাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্সিয়াল স্টাফের ডেপুটি ফার্স্ট চিফ সের্গেই কিরিয়েঙ্কো।
প্রেসিডেন্সিয়াল অফিসের এ কর্মকর্তা আরও বলেছেন, বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ‘হট মিলিটারি অপারেশন’ চলছে।
তিনি তার বক্তব্যে আরও বলেছেন, আমরা খুব ভালোভাবে বুঝি, ইউক্রেনের মাটিতে আমরা ইউক্রেনের সঙ্গে, ইউক্রেনের মানুষদের সঙ্গে কোনো যুদ্ধ করছি না। ইউক্রেনের মাটিতে ইউক্রেনের মানুষদের ব্যবহার করে পুরো ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।
সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)