বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ১৩:৪৯

ক্রিমিয়ার স্বাধীনতার সঙ্গেই ইউক্রেন যুদ্ধ শেষ হবে : জেলেনস্কি

ক্রিমিয়ার স্বাধীনতার সঙ্গেই ইউক্রেন যুদ্ধ শেষ হবে : জেলেনস্কি
অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার সঙ্গেই শুরু হয়েছিল এবং এর স্বাধীনতার মধ্য দিয়েই তা শেষ হবে।

রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই তিনি এই মন্তব্য করেন। বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

জেলেনস্কি বিস্ফোরণের বিষয়ে কোনো কথা বলেননি কিন্তু রাতে তার ভাষণে বলেন, ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা কখনো হাল ছাড়বো না।

ইউক্রেনের এক শীর্ষ উপদেষ্টা হামলার দায় অস্বীকার করে বলেছেন, রাশিয়ানরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

ক্রিমিয়া আইনগতভাবে ইউক্রেনেরই অংশ কিন্তু ২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে রাশিয়া তার অংশ করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রক্রিয়াকে অবৈধভাবেই দেখে। তখনই অনেক ইউক্রেনিয়ান রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ দেখতে শুরু করে।

মঙ্গলবার পশ্চিম ক্রিমিয়ার নোভোফেডোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে পর পর কয়েকটি বিস্ফোরণ ঘটে। যেটি রাশিয়ান পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র তীরবর্তী রিসোর্টের কাছাকাছি অবস্থিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সময় সৈকতে বেড়াতে আসা লোকজন দৌড়াচ্ছে। প্রত্যক্ষদর্শী একজন বলছিলেন, তিনি কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছিলেন।

ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে একজন বেসামরিক লোক নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়