বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১০ আগস্ট ২০২২, ১৩:২৯

ফের করোনা শনাক্ত প্রিয়াঙ্কা গান্ধীর

ফের করোনা শনাক্ত প্রিয়াঙ্কা গান্ধীর
অনলাইন ডেস্ক

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধী নিজে টুইট করে তার করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন।

এই নিয়ে দ্বিতীয়বার তিনি কভিড-১৯-এ আক্রান্ত হন।

এর আগে গত ৩ জুন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দু‌জনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধী টুইটে বলেন, 'আজকে কোভিড পজিটিভ (‌ফের)‌ ধরা পড়েছে। আইসোলেশনে আছি এবং সব ধরনের নিয়ম মেনে চলছি।’‌

এ বছরের জুন মাসে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হন।

সেই সময় তিনি লখনৌর সফর বাতিল করে দিল্লিতে ফিরে আসেন।

সেই সময় কংগ্রেসের সভাপতি তথা প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

রাহুল গান্ধীর শরীরও ভালো যাচ্ছে না। এ কারণে তাকে রাজস্থানের আলওয়ার সফর বাতিল করতে হয়েছে। আলওয়ারে কংগ্রেস নেতৃত্বাধীন সংকল্প শিবিরে আজ যোগ দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়