বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ১১:২৮

মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
অনলাইন ডেস্ক

মিয়ানমারে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উ মায়ো থান্ট পের আকস্মিক মৃত্যু হয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের কুনমিং শহরে গত সম্প্রতি আকস্মিকভাবে মারা যান তিনি। খবর রয়টার্সের।

এ নিয়ে গত এক বছরেরও কম সময়ের মধ্যে চীনের চারজন রাষ্ট্রদূত মারা গেলেন।

সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে থান্ট পের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তবে সেখানে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদূত উ মায়ো থান্ট পের আকস্মিক মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়