প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৮:৩৬
ইউক্রেন থেকে আসছে আরও চারটি শস্যবাহী জাহাজ
শস্য এবং সূর্যমুখী তেল বহনকারী আরও চারটি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে ইউক্রেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছে। এতে বিশ্ববাজারে শস্যের দাম কমতে পারে।
রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন শস্য আটকে আছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যের ঘাটতি ও উচ্চমূল্য দেখা দিয়েছে।
সেই সংকট নিরসনের লক্ষ্যে গতমাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
রবিবার ওডেসা এবং চোরনোমরস্ক বন্দর থেকে নতুন চারটি জাহাজ রওনা হয়েছে। জাহাজগুলো তুরস্কের বসফরাস প্রণালী অতিক্রম করে ইউরোপ ও চীনে যাবে। দুটি জাহাজ তুরস্কে থামবে। একটি জাহাজ ইতালি এবং অপরটি চীনে যাবে।
গত মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে রাশিয়া খাদ্য শস্যবাহী জাহাজগুলোতে হামলা না করতে সম্মত হয়েছে।
আপাতত ১২০ দিনের জন্য ওই চুক্তি হয়েছে। উভয় পক্ষ সম্মত হলে চুক্তির পুনর্নবায়ন হতে পারে।
এই চুক্তির সাফল্য গত পাঁচ মাস ধরে চলা সংঘাতে একটি বিরল কূটনৈতিক অগ্রগতি, যা ইউক্রেন এবং বাকি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের বন্দরগুলোতে রাশিয়ার আরোপিত অবরোধের ফলে দেশটিতে বিশ মিলিয়ন টন খাদ্যশস্য আটকে আছে। চুক্তিটি বহাল থাকলে, ইউক্রেন প্রতি মাসে তিন মিলিয়ন টন শস্য রপ্তানি করতে পারবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, শস্য রপ্তানির পথ নিরাপদ হওয়া ভালো লক্ষণ এবং কোম্পানিগুলোকে বন্দরগুলোতে ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হওয়ায় বৈশ্বিক খাদ্য সংকট কমবে বলে আশা করা হচ্ছে।
গত সপ্তাহে ২৭ হাজার টন খাদ্যশস্য সহ একটি জাহাজ ইউক্রেনের ওডেসা বন্দর থেকে লেবাননের ত্রিপলি বন্দরের উদ্দেশে যাত্রা করে। আজ রবিবার জাহাজটির লেবাননে পৌঁছানোর কথা ছিল। কিন্তু জাহাজটি এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি।