বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১৯:৫২

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পেট্রল ও ডিজেলের দাম

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পেট্রল ও ডিজেলের দাম
অনলাইন ডেস্ক

গতকাল মধ্যরাত থেকে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। হুট করেই শুক্রবার ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬ ও পেট্রলে ৪৪ টাকা।

দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

এমন পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পেট্রল, ডিজেল বা কেরোসিনের দাম কত তা জানার আগ্রহ বেড়ে গেছে দেশের মানুষের মনে।

গ্লোবাল পেট্রল প্রাইসেস ডটকম বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি তেলের দাম নিয়ে নিয়মিত রিপোর্ট করে থাকে। এই ওয়েবসাইটের সর্বশেষ প্রতিবেদন থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি তেলের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

আফগানিস্তানে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার ৮৮ আফগানিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রতি লিটার পেট্রল কিনতে খরচ হচ্ছে ৯২.০৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৮ আফগানি বা ১২৩.৪৩ টাকায় বিক্রি হচ্ছে। ভুটানে পেট্রলের দাম প্রতি লিটার ১০০.৫২ রুপি (১২০.২৭ টাকা) এবং ডিজেলের দাম ১২০ দশমিক ৬৮ রুপি (১৪৪.৩৯ টাকা)।

ভারতে পেট্রলের দাম লিটারপ্রতি ১০৪.১৮৩ রুপি (১২৪.৯২ টাকা), ডিজেল ৯৩.৪৭৫ রুপি (১১২.০৮ টাকা), এলপিজি ৬৭.১৪৮ রুপি (৮০.৫১ টাকা) এবং কেরোসিন তেল ৬২.৭৩৩ রুপি (৭৫.২২ টাকায়) বিক্রি হচ্ছে।

মালদ্বীপে পেট্রলের দাম লিটারপ্রতি ১৬.৫৫ রুপাইয়া (১০২.৬১ টাকা) এবং ডিজেল ১৬.৭৭ রুপাইয়া (১০৩.৯৮ টাকা)। নেপালে লিটারপ্রতি পেট্রলের দাম ১৮১ নেপালিজ রুপি (১৩৫.৩৬ টাকা), ডিজেল ১৭২ (১২৮.৬৩ টাকা) এবং কেরোসিন তেল ১৭২ রুপি (১২৮.৬৩টাকা) পাওয়া যাচ্ছে।

এদিকে পাকিস্তানে লিটারপ্রতি পেট্রলের দাম ২৩০.২৪০ পাকিস্তানি রুপি (৯৭.৪৮ টাকা), ডিজেল ২৩৬ রুপি (৯৯.৯২ টাকা) এবং কেরোসিন তেলের মূল্য ১৯৬.৫৪ পাকিস্তানি রুপি (৮৩.২১ টাকায়) বিক্রি হচ্ছে।

অপরদিকে শ্রীলঙ্কায় পেট্রল লিটারপ্রতি ৫৪০ শ্রীলঙ্কান রুপি (১৪২.০৩ টাকা), ডিজেল ৪৩০ (১১৩.০৯ টাকা) এবং কেরোসিন তেলের মূল্য ৮৭ রুপি (২২.৮৮ টাকায়) বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়