মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১১:৪৬

পাকিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫৫০ জনের মৃত্যু

পাকিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫৫০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বন্যায় ৪৬ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি বেলুচিস্তান প্রদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি জেলায় খাদ্য-সংকট দেখা দিয়েছে। ৭০০ কিলোমিটারেরও বেশি রাস্তা ভেসে গেছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও আবেদন জানিয়েছে প্রাদেশিক সরকার।

এদিকে বন্যাকবলিত অঞ্চলে ওষুধ ও ত্রাণ সরবরাহ চালিয়ে যাচ্ছে সরকারী সংস্থা এবং সেনাবাহিনী।

উল্লেখ্য, দেশটিতে তিন দশকের মধ্যে গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়