বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৫:১৮

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, ৪ জন গুরুতর আহত

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, ৪ জন গুরুতর আহত
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন হোয়াইট হাউসের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটেছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। আতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়াশিংটনের ফায়ার সার্ভিস জানায়, হোয়াইট হাউসের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ২ জন নারী ও ২ জন পুরুষ আহত হন।তাদের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রের রাজধানী ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সূত্র : এএফপি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়