বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০৮:০২

রাশিয়ার জ্বালানি নিয়ে নতুন করে যা ভাবছে জি-৭ জোট

রাশিয়ার জ্বালানি নিয়ে নতুন করে যা ভাবছে জি-৭ জোট
অনলাইন ডেস্ক

বিশ্বের বৃহত্তম সাতটি অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত জি-৭ জোটের শীর্ষ নেতারা সর্বশেষ সম্মেলনে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। সেটি হলো- রাশিয়ার জ্বালানির একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া।

জি-৭ জোটের নেতারা ওই সময় জানান, যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় রাশিয়া বেশি লাভ করছে এবং এ অর্থ যুদ্ধে ব্যয় করছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে তখন হুঁশিয়ারি দেওয়া হয়। বলা হয় যদি জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে দাম কমার বদলে বেড়ে যাবে।

তাছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, যেসব দেশ মূল্য নির্ধারণ করে দেবে তাদের কাছে কোনো জ্বালানি বিক্রি করবে না রাশিয়া।

তবে বিষয়টি থেকে এখনো পিছপা হয়নি জি-৭ জোট। যদিও তারা সরাসরি দাম নির্ধারণ করে দিতে পারবে না।

তাই তারা এখন ভাবছে- যেসব জাহাজ বা বাহন রাশিয়ার জ্বালানি বিশ্বব্যাপী পরিবহণ করে, সেসব জাহাজকে জ্বালানি পরিবহণ করতে দেওয়া হবে না যদি তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি কেনা জ্বালানি পরিবহণ করে।

সম্প্রতি জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এমন পরিকল্পনার কথা জানানো হয়।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়