বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ২১:১৮

সাপ্তাহিক ছুটি তিন দিন চান সিঙ্গাপুরের অধিকাংশ কর্মী

সাপ্তাহিক ছুটি তিন দিন চান সিঙ্গাপুরের অধিকাংশ কর্মী
অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে প্রতি ১০ জন কর্মীর মধ্যে সাতজনই সাপ্তাহিক ছুটি তিন দিন চান। আরও ভালো ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য সপ্তাহে সর্বোচ্চ চারদিন অফিস করার পক্ষপাতী তারা। গত জুলাই মাসে বাজার বিশ্লেষক মিলিউ ইনসাইটের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (১ আগস্ট) দ্য স্ট্রেইট টাইমসের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরের কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সংক্ষিপ্ত কর্মদিবস চালু করেছে। নিউইয়র্কে তালিকাভুক্ত প্রোপার্টিগুরু গ্রুপের মতো বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে সুলতানস অব শেভের মতো সেলুন চেইনশপ, কিংবা ডিপি ডেন্টালের মতো ছোট প্রতিষ্ঠানগুলো কর্মীদের বাড়তি ছুটি দিচ্ছে।

কোভিড-১৯ মহামারিতে বিশ্বের কোটি কোটি মানুষ ঘরে বসে কাজ করতে বাধ্য হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে সহজ কর্মব্যবস্থা আলোচনায় উঠে আসে। পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য বর্তমানে যুক্তরাজ্যের ৭০টি প্রতিষ্ঠান চার কর্মদিবস সুবিধা দিচ্ছে কর্মীদের। তবে এর জন্য কারও বেতন কাটা হচ্ছে না।

সিঙ্গাপুর ন্যাশনাল এমপ্লয়ার্স ফেডারেশনের নির্বাহী পরিচালক সিম গিম গুয়ান বলেছেন, তারা যুক্তরাজ্যের ফলাফলের দিকে নজর রাখবেন। তবে বিষয়টিকে অনুমোদন দেবেন না।

তিনি বলেন, এখানে ‘ওয়ান সাইজ ফিটস অল’ (সব ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ) ধরনের কাজের ব্যবস্থা নেই, যা সব কর্মক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়