প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১৪:৩৫
অবশেষে ভ্রমণকারী-শিক্ষার্থীদের জন্য দুয়ার খুললো নিউজিল্যান্ড
অবশেষে বিশ্বের ভ্রমণকারীদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো নিউজিল্যান্ডের দরজা। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরু হওয়ার পর সীমান্ত বন্ধ করে দেয় দেশটি।
সোমবার (১ আগস্ট) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের নাগরিকদের জন্য সীমান্ত খুলতে শুরু করে নিউজিল্যান্ড। এরপর বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হয়।
বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে সম্পূর্ণভাবে নিউজিল্যান্ডের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন ভ্রমণকারী ও শিক্ষার্থীরাও দেশটিতে প্রবেশের ভিসা পাবে। তাছাড়া দেশি-বিদেশি নাগরিকদের জন্য বিনোদনকেন্দ্রগুলোও চালু করে দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, যারা নিউজিল্যান্ডে প্রবেশে ইচ্ছুক তাদের অবশ্যই করোনাপ্রতিরোধী টিকার সনদ লাগবে। তাছাড়া দেশটিতে পৌঁছেও করোনা পরীক্ষা করাতে হবে। যদিও এখন আর কোয়ারেন্টোইনের নিয়ম থাকছে না।
এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সোমবার অকল্যান্ডে চায়না বিজনেস সামিটে বক্তৃতার সময় বলেছেন, সীমান্ত খোলার বিষয়টি একটি বিশাল মুহূর্ত ছিল।