প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০৭:৫৬
তালেবান ও ইরানি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ
আফগানিস্তানের তালেবানের বাহিনী ও ইরানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের নিমরোজ ও ইরানের হিরমান্দ প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ঘের ঘটনা ঘটে। রোববারের এই সংঘর্ষে তালেবানের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে আফগান সরকার জানিয়েছে।
এ ব্যাপারে নিমরোজ প্রবেশের মুখপাত্র বাহরাম হাকমল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমাদের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।
তবে এই সংঘাতে ইরানের কেউ হতাহত হয়নি বলে হিরমান্দ প্রদেশের কর্মকর্তা মায়সাম বারাজানদেহ ইরানের সংবাদ সংস্থা ফারসকে জানিয়েছেন।
এই সংঘাতের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে।
গত বছরের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সীমান্ত এলাকায় বেশ কয়েকটি সংঘাতের ঘটনা ঘটেছে।
ইরান এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সর্বশেষ সংঘাত ঠিক কোন পরিস্থিতিতে শুরু হয় তা স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।