বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০৭:৪৩

লাদেনের ভাইদের থেকে বড় অনুদান নিয়েছে প্রিন্স চার্লসের সংস্থা!

লাদেনের ভাইদের থেকে বড় অনুদান নিয়েছে প্রিন্স চার্লসের সংস্থা!
অনলাইন ডেস্ক

ওসামা বিন লাদেনের দুই সৎ ভাইয়ের কাছ থেকে নিজের তহবিলের জন্য অনুদান নিয়েছিলেন প্রিন্স চার্লস। এমন খবর প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০১৩ সালে লন্ডনে ১০ লাখ মার্কিন ডলারের এই লেনদেন হয়। দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

৯/১১ হামলার নাটের গুরু লাদেনের দুই সৎ ভাই বকর বিন লাদেন ও সাফিক ওই অনুদান দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও লাদেনের এই দুই ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়া কিংবা কোনওভাবে যুক্ত থাকারই কোনও প্রমাণ নেই, তবুও অনুদানের খবরে বিতর্ক ঘনিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ৩০ অক্টোবর লন্ডনের ক্লারেন্স হাউসে প্রিন্স চার্লসের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন বকর বিন লাদেন ও সাফিক বিন লাদেন। তার ঠিক দু’বছর আগেই অ্যাবোটাবাদে মার্কিন সেনার গুলিতে নিহত হয় ওসামা বিন লাদেন।

যদিও যুবরাজের কয়েকজন উপদেষ্টা তাকে ওই অনুদান নিতে বারণ করেন। কিন্তু চার্লস শেষ পর্যন্ত অনুদান নিতে সম্মত হয়ে যান। এই প্রসঙ্গে তার দাতব্য তহবিল সংস্থা পিডবলিউসিএফের চেয়ারম্যান ইয়ান চ্যাশায়ার একটি বিবৃতিতে দাবি করেছেন, যথেষ্ট পর্যবেক্ষণের পরেই ওই অর্থ নেওয়া হয়েছিল এবং তা নেওয়া হয়েছিল সংস্থার ট্রাস্টিদের সর্বসম্মতিক্রমে। তাই এর সঙ্গে চার্লসকে একা জড়ানো ঠিক হবে না। সেই সঙ্গে সংস্থার আরেক কর্তা জানাচ্ছেন, লাদেনের অপরাধের কারণে তার গোটা পরিবারকে কলঙ্কিত করা উচিত নয়।

তবে সংস্থার পক্ষ থেকে এমন জানানো হলেও বিতর্ক শুরু হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতেই চার্লসের সংস্থায় এক সৌদি ব্যবসায়ী মাহফুজ মারেই মুবারকের করা অনুদান ঘিরেও বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে তৈরি হলো বিতর্ক।

সূত্র: ডেইলি মেইল

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়