বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৭:৩৪

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী চলমান গ্যাস সংকটের মধ্যেই এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

শনিবার (৩০ জুলাই) দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

লাটভিয়ার বিরুদ্ধে গ্যাস কেনার শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছে মস্কো। লাটভিয়ার মোট জ্বালানি চাহিদার ২৬ শতাংশ পূরণ হয় গ্যাসের মাধ্যমে। এই গ্যাস আমদানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল দেশটি।

তথ্যমতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরোধের জেরে ইউরোপের অনেক দেশেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। মূলত, পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দেশটি। নিজেদের অর্থনীতি বাঁচাতে ইউরোতে নয়, বরং রুশ মুদ্রা রুবলে গ্যাসের বিল পরিশোধ করতে বলেছিল রাশিয়া। মস্কোর এমন শর্তে রাজি না হওয়ায় ইতোমধ্যে বুলগেরিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

এ অবস্থায় চাহিদা পূরণ করতে নরওয়ে, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যাস আমদানি বাড়ানোর চেষ্টা করছে বিভিন্ন দেশ।

সূত্র : আলজাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়