প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৬:৪৫
আবারও করোনা শনাক্ত জো বাইডেনের
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রেসিডেন্ট আবারও আইসোলেশনে ফিরছেন বলেন শনিবার জানিয়েছেন তার চিকিৎসক। খবর বিবিসির।
৭৯ বছর বয়সী জো বাইডেন গত ২১ জুলাই প্রথম এই ভাইরাসে সংক্রমিত হন। তখন তার শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল।
শনিবার বাইডেন জানিয়েছেন, তার শরীরে এখন কোনো উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন কিন্তু তার আশপাশের লোকজনের সুরক্ষার জন্য তিনি আইসোলেশনে আছেন।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বাইডেনের করোনা পরীক্ষায় চারবার নেগেটিভ আসে।
বাইডেন অ্যান্টিভাইরাল ওষুধ পেক্সলোভিড গ্রহণ করেছেন। হোয়াইট হাউজের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেছেন, যেসব রোগী পেক্সলোভিড চিকিৎসা নেন তাদের নিয়মিত করোনা পরীক্ষা করানো হয়। কারণ এই চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত কারও কারও ক্ষেত্রে পুনরায় সংক্রমিত হতে দেখা যায়।