বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০৭:৫৭

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডিশ নাগরিক গ্রেফতার

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডিশ নাগরিক গ্রেফতার
অনলাইন ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরিককে গ্রেফতার করেছে ইরান। এর আগে তাকে নজরদারিতে রাখা হয়। ইরানের গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের গোয়েন্দা বিভাগের বিবৃতিতে ওই সুইডিশ নাগরিকরে নাম প্রকাশ করা হয়নি। তাছাড়া তার বয়স বা অন্য কোনো বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে বলা হয়েছে গ্রেফতার ব্যক্তির ভ্রমণের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল, ঠিক যে সময় থেকে সে দেশে প্রবেশ করে। তাছাড়া সে পর্যটনকেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে।

বিবৃতিতে বলা হয়, সুইডেনের এ নাগরিক ইরানে সন্দেহভাজন বেশ কিছু ইউরোপীয় ও নন-ইউরোপীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখে। এক্ষেত্রে সে ব্যাপক গোপনীয়তাও অবলম্বন করে।

এর আগে ইউরোপের আর এক গুপ্তচরকে গ্রেফতার করে ইরান। এর কিছুদের মধ্যেই সে পুনরায় ইরানে প্রবেশ করে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়