প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১২:০৯
তাইওয়ান ইস্যুতে ‘এক চীন নীতি’ সমর্থন করে রাশিয়া: ল্যাভরভ
তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের ‘এক চীন নীতি’ সমর্থন করে রাশিয়া। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই মন্তব্য করেছেন। তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্ক করার পর তিনি এই মন্তব্য করলেন।
তাসকন্দে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, এক চীন নীতিতে আমাদের অবস্থান বদলায়নি। চীনের সার্বভৌমত্বের নীতিকে সমুন্নত রাখার প্রশ্নে আমাদের কোনও ভিন্ন নীতি নেই।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ওয়াশিংটনে সতর্ক করেছে বেইজিং। যুক্তরাষ্ট্র বলে আসছে, চীনের সামরিক ও অর্থনৈতিক হুমকির মুখে রয়েছে তাইওয়ান।
উল্লেখ্য, তাইওয়ানকে অখণ্ড চীনের অংশ মনে করার নীতিই এক চীন নীতি। আর চীনের কমিউনিস্ট শাসনকে স্বীকৃতি দেয় না। বেইজিং সরকার তাইওয়ানকে একত্রিত করার আশা কখনও ত্যাগ করেনি। তাইওয়ান যদি স্বাধীনতার ঘোষণা দেয় তাহলে চীন যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে। ফলে তাইওয়ান চীনের অধিকার ছাড়তে পারছে না। কারণ এটা হবে স্বাধীনতার ঘোষণা দেওয়া।