বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১১:২৬

উদ্ধার কাজে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

উদ্ধার কাজে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
অনলাইন ডেস্ক

জর্জিয়ায় একটি স্কি রিসোর্টে আটকে পড়াদের উদ্ধার করতে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ৮ আরোহী নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জর্জিয়ার উত্তরাঞ্চলে গুদাওরি স্কি রিসোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভাখতাং গোমেলাউরি বলেন, দুর্ভাগ্যবশত উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এক বিদেশি পর্যটককে উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পর্যটকও নিহত হয়েছেন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ হতাহতের ঘটনায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিভাশভিলি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ ঘটনায় প্রতিবেশী দেশ তুরস্ক শোক প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়