প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ১৮:০৪
ইউক্রেনের বিরুদ্ধে ৪০ যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগ রাশিয়ার
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, মার্কিন নির্মিত হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে হামলা করেছে ইউক্রেন। শুক্রবারের এই হামলায় ইউক্রেনের ৪০ যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (হিমার্স) শুক্রবার ওলেনিভকাতে একটি প্রাক-বিচার কারাগারে আঘাত করেছে। এখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের রাখা হয়েছিল। এদের মধ্যে আজভ ব্যাটালিয়নের যোদ্ধারাও রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছে। এছাড়া কারাগারের ৮ জন কর্মী আহত হয়েছেন।
রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক হত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে কিয়েভ।