প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০৮:০৫
উত্তেজনার মধ্যেই ২ ঘণ্টা ১৭ মিনিট কথা বললেন বাইডেন-জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি ফোনে কথা বলেছেন। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভব্য তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যেই বিশ্বের দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বি দেশের নেতারা কথা বলেন। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাইডেন ও জিনপিং দুই ঘণ্টা ১৭ মিনিট কথা বলেন বলে হোয়াইট হাউসের তরফ থেকে জানান হয়েছে।
এই নিয়ে প্রেসিডেন্ট হওয়ার পর শির সঙ্গে পাঁচবার কথা বলেছেন বাইডেন।
তাইওয়ান, মানবাধিকার এবং প্রযুক্তি খাতের প্রতিযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে বাইডেনের আমলে দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে। সম্প্রতি ন্যান্সি পেলোসির সম্ভব্য তাইওয়ান সফর নিয়ে সেই সম্প্রতি দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।
ন্যান্সি পেলোসির এই সফরকে কেন্দ্র করে সরাসরি সতর্কবার্তা দিয়েছে চীন। এসব ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে চলমান গভীর অবিশ্বাসকে আড়াল করা কঠিন হয়ে পড়ছে বলে এএফপি জানিয়েছে।