বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০৮:০৪

‘ন্যাটোর বর্তমান কৌশলে ইউক্রেন জিততে পারবে না’

‘ন্যাটোর বর্তমান কৌশলে ইউক্রেন জিততে পারবে না’
অনলাইন ডেস্ক

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সাংবাদিকদের বলেছেন, ন্যাটো বর্তমানে যে কৌশল কাজে লাগাচ্ছে। এই কৌশল দিয়ে ইউক্রেন জয় পাবে না।

তিনি সতর্কতা দিয়ে বলেছেন, যদি যুদ্ধ চলতেই থাকে তাহলে ইউরোপে এর মারাত্বক প্রভাব পড়বে।

অস্ট্রিয়ার ভিয়েনায় অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন ভিক্টর অরবান।

এ ব্যাপারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান বলেন, যুদ্ধ যেভাবে চলছে এভাবে জেতা সম্ভব না। ইউক্রেনকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার যে কৌশল হাতে নিয়েছে ন্যাটো, এখন পর্যন্ত দেখা যাচ্ছে এ দিয়ে সাফল্য পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, কৌশল পরিবর্তন করা ছাড়া, কোনো শান্তি আসবে না। ইউক্রেনে শান্তি ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের সবদেশ যুদ্ধে জড়িয়ে যাবে।

আমি জানিনা কিভাবে আমরা বিপর্যয় ঠেকাব যদি ইউরোপিয়ান ইউনিয়ন যুদ্ধ চালিয়ে যায়, যোগ করেন অরবান।

তাছাড়া রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও অস্ট্রিয়ার চ্যান্সেল।

গ্যাস নিষেধাজ্ঞা নিয়ে ভিক্টর অরবান বলেন, আমরা এখন একটি দেওয়ালের সামনে আছি। এ দেওয়ালটির নাম হলো গ্যাস নিষেধাজ্ঞা। আমি ইউরোপিয়ান ইউনিয়নকে পরামর্শ দেব এই দেওয়ালে আঘাত করবেন না।

অন্যদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেছেন, গ্যাস নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব না।

তিনি আরও বলেন, শুধুমাত্র আমারা যে তা নয়, অস্ট্রিয়া, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। জার্মানির ইন্ডাস্ট্রিও রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। যদি জার্মানির ইন্ডাষ্ট্রি ধসে যায়, অস্ট্রিয়ার ইন্ডাষ্ট্রিও ধসে যাবে।

তিনি সতকর্তা দিয়ে বলেছেন, এমন পরিস্থিতি ব্যাপকহারে বেকারত্ব ডেকে আনবে।

তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন জ্বালানি নিরাপত্তা নিয়ে বিভিন্ন ঘোষণা দিয়ে থাকলেও সেগুলো কোনো সমাধান বা উদ্যোগ নিতে পারে না বলেও মন্তব্য করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়