প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০৭:৪৯
যুদ্ধে অন্তত ৭৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৭৫ হাজার সেনা হতাহত হয়েছেন।
কংগ্রেসের আইনপ্রণেতা এলিসা স্লোটকিন গণমাধ্যম সিএনএনকে বৃহস্পতিবার বলেছেন, আমাদের কাছে তথ্য দেওয়া হয়েছে ৭৫ হাজার রাশিয়ান আহত ও নিহত হয়েছেন। এটি অনেক বড় সংখ্যা।
এলিসা স্লোটকিন যুক্তরাষ্ট্রের সরকারের একটি গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় গোয়েন্দা সংস্থা ও জয়েন্ট চিফ অব স্টাফ অংশ নেন।
সিএনএনকে এলিসা স্লোটকিন বলেছেন, আমাদের বলা হয়েছে ইউক্রেনে ৭৫ হাজার রাশিয়ান আহত বা মারা গেছেন। যেটি অনেক বড়। তাদের স্থল সেনাদের ৮০ ভাগের বেশি লুটিয়ে গেছে এবং তারা বেশ ক্লান্ত।
তবে যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।
রাশিয়ার পক্ষ থেকে অবশ্য তাদের হতাহত সেনার সংখ্যা প্রকাশ করা হয় না। সর্বশেষ তথ্যে তারা বলেছিল যুদ্ধে ১ হাজার ৩৫১ সেনা প্রাণ হারিয়েছে।
কয়েকদিন আগে সিআইএ বলেছিল, যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ এর প্রধান রিচার্ড মুর বলেছিলেন, আগামী কয়েক সপ্তাহ পর রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবে কারণ তাদের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
সূত্র: সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান