প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০৯:৩৫
বড় ধরনের সামরিক মহড়ার ঘাষণা রাশিয়ার
অনলাইন ডেস্ক
রাশিয়া ভসটক-২০২২ নামে বড় ধরনের একটি সামরিক মহড়ার ঘাষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। খবর আনাদোলুর।
রাশিয়ার পূর্বাঞ্চলে এ মহড়া চালানো হবে। আগামী ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এ মহড়া।
রাশিয়া ছাড়াও এতে অন্য আরও দেশের যুদ্ধবিমান, সামরিক যান এবং সেনা সদস্য থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিদেশি গণমাধ্যমে ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে পক্ষপাতমূলক ও নেতিবাচক খবরের সমালোচনা করেছে রাশিয়া।
ভসটক-২০২২ সামরিক মহড়াটি রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলেও নিশ্চিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।