শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৫:৫১

দিল্লিতে মাঙ্কিপক্স

দিল্লিতে মাঙ্কিপক্স
অনলাইন ডেস্ক

মাঙ্কিপক্স ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতে। দেশটিতে আরও এক মাঙ্কি ভাইরাসে আক্রান্তের হদিস পাওয়া গেল। এবার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এ নিয়ে ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল।

তবে তাৎপর্যপূর্ণ হল, সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনও যোগ নেই। এর আগে কেরালায় যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তারা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিদেশে না গিয়েও যে ভাবে মাঙ্কিপক্সে দিল্লির ওই ব্যক্তি সংক্রমিত হলেন, তাতে উদ্বেগ বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, ভারতে কেরালাতেই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস পাওয়া যায়। প্রথম যিনি সংক্রমিত হয়েছিলেন, তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখার পর তার নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সে কারণেই সংক্রমণ ঘটেছে বলে জানা গিয়েছে। এরপর, দুবাইফেরত ৩১ বছর বয়সি কেরালার এক যুবক এই ভাইরাসে সংক্রমিত হন। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তিও কেরালার বাসিন্দা। গত ৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে মালাপ্পুরমে ফেরেন তিনি। শনিবার মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়