প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০৮:৫৫
সেই মডেলকে নেওয়া হলো কারাগারের নির্জন সেলে
ইয়েমেনের মডেল ইনতিসার আল-হাম্মাদিকে কারাগারের নির্জন সেলে স্থানান্তর করেছে হুথি বিদ্রোহীরা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সম্প্রতি আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অশ্লীলতার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় গত বছরের নভেম্বরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ।
নিউজ ওয়েবসাইট ইয়েমেন ফিউচার জানিয়েছে, হুথি-নিয়ন্ত্রিত সানার কেন্দ্রীয় কারাগারে ‘ভয়াবহ নির্যাতনের’ করার আল-হাম্মাদিকে নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়।
ইয়েমেন ফিউচারের মতে, আল-হাম্মাদিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মারাত্মকভাবে মারধর করা হয়।
দুটি সূত্র, যাদের মধ্যে একজন কেন্দ্রীয় কারাগারের বন্দি বলেন, ওয়ার্ডেন আল-হাম্মাদিকে তার নির্ধারিত সেলের বাইরে মাদকদ্রব্য সেবনের জন্য একটি বৈদ্যুতিক তার দিয়ে মারধর করেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে আল-হাম্মাদিকে গ্রেফতার করা হয়। আটমাস পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
হুথি বিদ্রোহীরা আল-হাম্মাদির বিরুদ্ধে পতিতাবৃত্তি, মাদক ব্যবসা এবং ইসলামিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। যদিও আল-হাম্মাদি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছরের মার্চে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, আল-হাম্মাদিকে জোর করে কয়েকটি অপরাধ স্বীকার করানো হয়েছিল। এসব অপরাধ্যের মধ্যে মাদক ব্যবস্থা এবং পতিতাবৃত্তিও রয়েছে।
আল-হাম্মাদির মা ইথিওপিয়ার ও বাবা ইয়েমেনের। গ্রেফতার হওয়ার আগে চার বছর মডেল হিসেবে কাজ করেছেন তিনি। দুইটি ইয়েমেনি টিভি সিরিজেও অভিনয় করেছেন তিনি।