বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১৮:৪৪

জাতিসংঘ ও তুরস্কের দ্বারস্থ ইউক্রেন

জাতিসংঘ ও তুরস্কের দ্বারস্থ ইউক্রেন
অনলাইন ডেস্ক

খাদ্যশস্য রফতানি সংক্রান্ত চুক্তি নিয়ে জাতিসংঘ ও তুরস্কের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি পুনরায় শুরু করতে শুক্রবার (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে ওই চুক্তিতে উপনীত হয় রাশিয়া ও ইউক্রেন। শনিবার কিয়েভের তরফে এটি বাস্তবায়নের জন্য রাশিয়াকে চাপ দিতে জাতিসংঘ ও তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তিতে কৃষ্ণ সাগরের বন্দর থেকে শস্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের কথা বলা হয়েছে। মস্কোর উচিত সেই অঙ্গীকার পূরণ করা। জাতিসংঘ ও তুরস্ক যেন এই বিষয়টি নিশ্চিত করে।

এদিকে শুক্রবার ওই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা বন্দরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি, শনিবার ভোরে ইউক্রেনের বৃহত্তম এই সমুদ্রবন্দরে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, দুইটি কালিবার ক্ষেপণাস্ত্র বন্দরে আঘাত হেনেছে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আরও দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে যায়। এতে খাদ্য সংকটের মুখে পড়ে পুরো বিশ্ব। এই সংকট উত্তরণে তুরস্ক ও জাতিসংঘের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয় ইউক্রেন, রাশিয়া, জাতিসংঘ ও তুরস্ক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়