প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০৯:৫৬
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত
সিরিয়ার দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৭ জন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রু বাহিনীর একটি বিমান হামলা চালিয়েছে দখলকৃত সিরিয়ার গোলানের দিকে। হামলায় তিন সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা বিমান কয়েকটি মিসাইল ভূপাতিত করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে যে আরও তিনজন নিহত হয়েছেন এবং মোট দশজন আহত হয়েছেন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইসরায়েল তার প্রতিবেশীর বিরুদ্ধে শত শত বিমান হামলা চালিয়েছে, সরকারি সেনাদের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। যদিও ইসরায়েল হামলার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে, তবে শত শত হামলা চালানোর কথা স্বীকার করে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, তাদের চিরশত্রু ইরানকে দোরগোড়ায় পা রাখা ঠেকাতে এই হামলার প্রয়োজন।
গত মাসে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এটির রানওয়ে কয়েক সপ্তাহের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
সিরিয়া যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে। দেশটির অর্ধেকের মতো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
সূত্র: এএফপি