প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০৮:২৭
বাইডেন করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস এটি নিশ্চিত করেছে। খবর বিবিসির
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ৭৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করোনা পজিটিভ হলেও তাঁর খুবই মৃদু উপসর্গ আছে। বাইডেন করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। এ ছাড়া দুই দফায় বুস্টার ডোজও নিয়েছেন তিনি। করোনা শনাক্ত হওয়ার পর তিনি হোয়াইট হাউসেই আইসোলেশনে আছেন। সেখান থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করবেন বাইডেন।
জো বাইডেন বর্তমানে অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থেকে বাইডেন টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব বৈঠকে অংশ নেবেন। ফার্স্ট লেডি জেল বাইডেনের করোনা নেগেটিভ এসেছে।