বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২১ জুলাই ২০২২, ১৭:৩১

ইউরোপে ফের রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

ইউরোপে ফের রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু
অনলাইন ডেস্ক

রাশিয়ার সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১ দিয়ে ইউরোপে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য দশ দিন পাইপলাইনটি বন্ধ রাখা হয়।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে ইউরোপের ভূমিকায় ক্ষুব্ধ মস্কো। সেকারণে অনেকেই আশঙ্কা করেছিলেন মস্কো হয়তো ওই পাইপলাইনটি দিয়ে গ্যাস সরবরাহ আর চালু করবে না।

বুধবার জোটভুক্ত দেশগুলোকে সতর্ক করে ইউরোপিয়ান কমিশন। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে পরবর্তী সাত মাসে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে দেশগুলোকে পরামর্শ দেয় কমিশন।

ইউরোপে ব্যবহার হওয়া প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশের যোগান দেয় রাশিয়া। ২০২০ সালে মহাদেশটিতে রুশ গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ছিল জার্মানি। তবে রুশ গ্যাসের ওপর থেকে নির্ভরতা ৫৫ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দিয়েছে তারা। জার্মানি পর্যায়ক্রমে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দিতে চায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় কমানোর চেষ্টা করে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাজপ্রম তার সব চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করবে।

পাইপলাইনটি দিয়ে বৃহস্পতিবার ভোরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে এক মুখপাত্র জানিয়েছেন, সক্ষমতার মাত্র ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে। মধ্য জুনেও একই পরিমাণ গ্যাস সরবরাহ করছিলো রাশিয়া। ওই সময়ে মস্কোর তরফে বলা হয়, জার্মানির সিমেন্স এনার্জির কাছে মেরামতের জন্য পাঠানো সামগ্রি ফেরত আসতে দেরি হওয়ায় সরবরাহ কমাতে বাধ্য হয়েছে তারা।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়