প্রকাশ : ২১ জুলাই ২০২২, ১১:৩৮
‘যুদ্ধের লক্ষ্য বিস্তৃত করতে প্রস্তুত রাশিয়া’
রুশ সৈন্যবাহিনীর লক্ষ্যবস্তু কেবল ইউক্রেনের পূর্বাঞ্চলেই সীমাবদ্ধ নেই বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লেভরভ।
একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পর তিনি মস্কোর স্ট্র্যাটেজি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।
তিনি ব্যাখ্যা করেন, রুশদের এখন নিজের নিরাপত্তা নিশ্চিত সামনের সারি থেকে করতে ইউক্রেনীয় সৈন্যবাহিনীকে আক্রমণ করতে হবে।
ইউক্রেনকে আরও ক্ষেপণাস্ত্র দেওয়া হবে- যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরই লেভরভ এই মন্তব্য করেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের প্রধান এল লয়েড অস্টিন বলেন, রুশ সৈন্যদের প্রতিহত করতে ইউক্রেনকে চারটি উন্নতমানের হিমার্স রকেট সিস্টেম দেওয়া হচ্ছে। মোট ১৬টি ক্ষেপণাস্ত্র দেওয়া হবে।
এদিকে বুধবার ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা মার্কিন কংগ্রেসে এক ভাষণ দেন। সেখানে তিনি ইউক্রেনীয়দের উপর সন্ত্রাসীদের আক্রমণ ঠেকাতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। একইসঙ্গে অর্থ ও অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করছে পশ্চিমারা।