প্রকাশ : ২১ জুলাই ২০২২, ১০:৩২
তুরস্কের হামলায় ইরাকে ৮ বেসামরিক লোক নিহত
ইরাকের উত্তরাঞ্চলীয় দোহুক প্রদেশে তুরস্কের হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে।
বুধবার (২০ জুলাই) ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টিভি জানায়, ইরাকের কুর্দিস্তান অঞ্চল এবং তুরস্কের সীমান্তবর্তী শহর জাখোতে একটি রিসোর্টে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানো হয়েছে।
নিহতরা সবাই পর্যটক বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
তুরস্ক নিয়মিতভাবে উত্তর ইরাকে বিমান হামলা চালায়। কুর্দি পিকেকে এবং সিরিয়ান কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া জঙ্গিদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে কমান্ডো পাঠিয়েছে দেশটি।
আঙ্কারা উভয় গোষ্ঠীকেই সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করছে। সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র : রয়টার্স